1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
কোনোমতে জয় তুলে এফএ কাপের ফাইনালে উঠেছে ইউনাইটেড - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

কোনোমতে জয় তুলে এফএ কাপের ফাইনালে উঠেছে ইউনাইটেড

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৩৫ Time View

নির্ধারিত সময়ের তখন ২০ মিনিট বাকি। তিন গোলের ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এরপর তিন গোল হজম করে অতিরিক্ত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে কোনোমতে জয় তুলে এফএ কাপের ফাইনালে উঠেছে ইউনাইটেড। অথচ প্রতিপক্ষ ছিল দ্বিতীয় স্তরের মাঝারী মানের দল কভেন্ট্রি সিটি। এমন জয়ের পরও ইউনাইটেড কোচ এরিক টেন হাগ বললেন, ‘বিরাট অর্জন।’

রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমি-ফাইনালে টাই-ব্রেকারে ৪-২ ব্যবধানে কভেন্ট্রি সিটিকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে সমতায় ছিল। প্রথমার্ধে স্কট ম্যাকটমিনি ও হ্যারি ম্যাগুয়েইরের গোলের পর ৫৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেজ। তবে ৭১তম মিনিটে এলিস সিমস ও ৭৯তম কালাম ও’হেরের গোলে ম্যাচে ফেরে কভেন্ট্রি। যোগ করা সময়ে সফল স্পটকিকে সমতা ফেরান হাজি রাইট।তবে এই ম্যাচে হারতেই পারতো ইউনাইটেড। নেহায়েত ভাগ্যই সঙ্গ দেয়নি কভেন্ট্রির। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিল দলটি। কিন্তু অনেক নিখুঁত হিসেবে অফসাইডের কারণে গোল পায়নি দলটি। এর দুই মিনিট আগে সিমসের বুলেট গতির শট বারপোস্টে লেগে ফিরে আসে। টাই-ব্রেকারেও কাসেমিরোর নেওয়া প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন কভেন্ট্রি গোলরক্ষক ব্রাডলি কলিন্স। তবে ও’হেরে ও বিন শেফ লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে জয় পায় ইউনাইটেডই।তিন গোলে এগিয়ে থেকেও এমন হাড় কাঁপানো জয়ে তৃপ্তি খুঁজে পাচ্ছেন টেন হাগ। টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠে এই কোচ বললেন, ‘আমরা দুই বছরে দুটি ফাইনালে পৌঁছেছি, যা বড় অর্জন। দলের করা ভুলগুলো আমি দেখছি। এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে এখানে কোনো বিব্রতকর ব্যাপার নেই, এটি (ফাইনালে ওঠা) বিরাট অর্জন।’আগামী ২৫ মে ওয়েম্বলিতে শিরোপা লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। গত আসরেও ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুটি দল। সেবার ২-১ গোলের জয়ে শিরোপা উল্লাস করে সিটিজেনরা। তবে এবার ভিন্ন ফলাফল প্রত্যাশা করছেন টেন হাগ, ‘বিশ্বের সেরা দলের মুখোমুখি হতে হবে আমাদের, তবে আমরা গত মৌসুমে দেখিয়েছি, যদি ৯০ মিনিটে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জয়ের সুযোগ থাকবে। কাজটা সহজ হবে না, তবে আমাদের সুযোগ আছে এবং আমাদের সেই চেষ্টা করতে হবে।’

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৩:৩৯)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL