1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
ক্ষমা করার দিন শেষ এখন শুধু এ্যাকশন - সামছুল ইসলাম ভূইয়া - নারায়ণগঞ্জ আপডেট
সোমবার, ২৬ মে ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ইয়ার্ন মার্চেন্ট এর অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি এম সোলায়মান আমরা মেধা ও যোগ্যতা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই – ডিসি জাহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জে টেন্ডারে আগেই বিএনপি নেতারদখলে পশুর হাট নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিসে শুরু হলো ৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা ইয়ার্ন মার্চেন্ট এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেনোচাঁদাবাজি না হয়: আশা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ নেই তাড়াহুড়ো করতে গিয়ে যেন পরিবারে দুঃখের ছায়া নেমে না আসে – ডিসি জাহিদুল ইসলাম

ক্ষমা করার দিন শেষ এখন শুধু এ্যাকশন – সামছুল ইসলাম ভূইয়া

বার্তা কক্ষ
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩০০ Time View

বাংলা‌দেশ আওয়ামী যুবলী‌গের নি‌র্দেশনায় সোনারগাঁ উপ‌জেলা আওয়ামী যুবলী‌গের আ‌য়ো‌জিত যুব লী‌গের সদস্য সংগ্রহ ও বই বিতরন অনু‌ষ্ঠিত হ‌য়।

শুক্রবার (২০ অ‌ক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ‌সোনারগাঁয়ের পিরোজপুর ইউ‌নিয়‌নের মেঘনা আওয়ামী লীগ কার্যালয়ের সাম‌নে এ সদস্য ও বই বিতরন অনু‌ষ্ঠিত হ‌য়।

সদস্য সংগ্রহ ও বই বিতরন অনু‌ষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি‌ হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সোনারগাঁ উপ‌জেলা আওয়া লী‌গের সভাপ‌তি সামছুল ইসলাম ভূইয়া।
প্রধান অ‌তি‌থি‌র ব‌ক্ত‌ব্যে সামছুল ইসলাম ভূইয়া ব‌লেন, ক্ষমার দিন চলে গেছে, ক্ষমা করার দিন শেষ, এখন শুধু এ্যাকশন। যদি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যুদ্ধাপরাধী বিরোধী শক্তি সাধারণ মানুষের শান্তি নষ্ট করার চেষ্টা করেন তবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বসে থাকবে না আপনাদের জ্বালাও-পোড়াও আন্দোলন প্রতিহত করতে আমরা রাজপথে থাকবো। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে জন সাধারণ কে আহবান করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

এসময় ‌সোনারগাঁ উপ‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি ও পিরোজপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান ই‌ঞ্জি.মাসুদুর রহমান মাসুম ব‌লেন, সারা বাংলা‌দে‌শে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দে‌শে মস‌জি‌দে মস‌জি‌দে ফি‌লি‌স্তি‌নে নিহত‌দের আত্মার মাগ‌ফিরাত কামায় দোয়া প‌রি‌য়ে‌ছেন। কাল সারা দে‌শে রা‌ষ্ট্রিয় শোক ঘোষনা ক‌রে‌ছেন। কিন্তু ‌কিছু নাম ধারী ইসলামী সংগঠন তারা আজকে মা‌ঠে নাই কোন শোক দেননি অথচ তারা নি‌জে‌দের মুসলমান দা‌বি ক‌রেন। এক‌টি দল র‌য়ে‌ছে তারা স্বাধীনতা‌কে শিকার ক‌রেন না ইসলা‌মের পা‌শে নেই তারা ইসরাইলীর প‌ক্ষে। আপনারা জা‌নেন তা‌রেক ও ফকরু‌লের ফোন আলাপ ফাসঁ হ‌য়ে‌ছে। একমাত্র শেখ হা‌সিনাই মুসলমান‌দের প‌ক্ষে গি‌য়ে ইসরাইলীর বিপ‌ক্ষে ঘোষনা দি‌য়ে‌ছেন। তারা শুধু পেছ‌নের রাস্তা দি‌য়ে ক্ষমতায় আস‌তে চায়। বাংলা‌দেশ‌কে কিভা‌বে আ‌রেকটা পরাধীন রা‌ষ্ট্রে প‌রিনত করা হয়। ২৮ তা‌রি‌খেন সমা‌বেশ‌কে কেন্দ্র ক‌রে বল‌তে চাই বিএন‌পি কিছু কুলাঙ্গার আ‌ছে ২৮ থে‌কে ৩ তা‌রি‌খের ম‌ধ্যে সরকার‌কে নাকী পতন ঘটা‌বে। এক‌টি কথা বল‌তে চাই এটি ‌সোনারগাঁও উপ‌জেলা আওয়ামী লীগ আমার মত‌বি‌রোধ থাক‌তে পা‌রি কা‌রো সাথে ব্য‌ক্তিগত বি‌রোধ থাক‌তে পা‌রে কিন্তু বাংলা‌দেশ আওয়ামী লীগ সোনারগাঁও উপ‌জেলা সেখা‌নে কিন্তু আমরা ঐক্যবদ্ধ। বিএনপির শীর্ষ নেতাদের বলবো সাধারণ মানুষের জান-মালে হাত না দিয়ে রাজপথে পারলে নামেন অতীতে ১৫ বছর শান্তিতে বাড়িতে ঘুমিয়েছেন। আমরা ভবিষ্যতে কোন ছাড় দিয়ে কথা বলবো না। করোনার সময় কোন বিএনপির নেতাকর্মীকে রাজপথে দেখিনাই। আপনারা ছাত্রলীগকে হুমকি দেন। আরে যদি সাহস থাকে তবে বলেন আমরা রাজপথে আপনাদের প্রতিহত করতে আসবো। আপনাদের জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের মানুষের শান্তিপূর্ণ জীবনসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণকে আহবান করেন।

সোনারগাঁ উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি র‌ফিকুল ইসলাম নান্নুর সভাপ‌তি‌ত্বে আ‌রো উপ‌স্থতি ছি‌লেন, সোনারগাঁ উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আব্দুল আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি আলী আকবর মেম্বার, পিরোজপুর ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের আহ্বায়ক ফি‌রোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডা.আ‌তিকুল্লাহ, সোনারগাঁ উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আ‌রিফ হো‌সেন, আবু সাঈদ প্রমূখ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১১:৫১)
  • ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৮শে জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL