খাজা গোলাম রাব্বানী ফার্মেসির উদ্যোগে নাসিম ওসমানের স্মরণে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাধিক অসহায়. দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বুধবার ১লা মে সকালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করেন।
সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে খাজা গোলাম রাব্বানী ফার্মেসিতে এই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস নির্ণয়, ব্লাড গ্রুপ নির্ণয় ও ব্লাড প্রেশার নির্ণয় করা হয়।
এত সার্বিক সহযোগিতা করে ময়না জেনারেল হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতাল। রোগী দেখেন রোগী দেখেন ময়না জেনারেল হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের বিষেজ্ঞ ডাঃ মোঃ মাহফুজুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হিলফুল ফুযুল শান্তি সংঘ।
এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মোঃ ডালিম হায়দার, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমেদ, হিলফুল ফুযুল শান্তি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাকিবুল হাসান, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবসার উদ্দিন শাকিল, সভাপতি- মোঃ মাহতাব হোসাইন, সাংগঠনিক সম্পাদক – আব্দুল্লা আল মামুন, অর্থ সম্পাদক- মোঃ আলমগীর হোসেন।