নারায়ণগঞ্জ আপডেট :
আলআমীন নগর খাজা বাবা আশেকান কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেল ৩টায় আলআমীন নগরে খাজা বাবা আশেকান কমিটির কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাজা গরিবে নেওয়াজ খানকা শরীফের সভাপতি এ কাশেম।
সংগঠনের সভাপতি এ কাশেম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি জানান, রমজান মাস মুসলমানদের জন্য একটি বরকতপূর্ণ ও গুরুত্বপূর্ণ মাস। বিভিন্ন কারনে এ মাসের গুরুত্ব অনেক বেশী। আল্লাহকে রাজি-খুশি করতে হলে এ মাসে বেশী বেশী দান সদকা করার কথা বলা হয়েছে। তাছাড়াও আমাদের আশপাশে অনেক অসহায় গরীব মানুষ বসবাস করেন যারা পবিত্র ঈদ-উল-ফিতর এর সময় নিজের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে হিমশিম খায়। তাই আমাদের এ সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি ঐ সকল পরিবার গুলোকে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে যারা পরলোকগমন করেছেন সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, আলআমিন নগর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব সাইদুল ইসলাম হাতেমী।
ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, ১৮নং ওয়ার্ড সমাজ সেবক কাজী সেজান, বিএনপি নেতা আক্তার হোসেন, আলহাজ্ব আবুল কাশেম মুন্সি, আলহাজ্ব টুটুল হোসেন, মোঃ গোলাম কিবরিয়া, সংগঠনের যুগ্ম সম্পাদক জাবেদ বেপারী, সাংগঠনিক সম্পাদক খোকন মাঝি, হাবিবুল্লাহ শিকদার, শুক্কুর মাহমুদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।