প্রতিযোগিতা মূলক বাজারে আধুনিকতার ছোয়ায় এ স্লোগানকে সামনে রেখে ডি এস ফ্যাশন শপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় শহরের খানপুর হাসপাতাল এলাকায় ডি এস ফ্যাশন শপের উদ্বোধন হয়।
এসময় নারী উদ্যোগক্তা হিসেবে বিডি নারী কল্যান সংস্থার সভাপতি দোলা দেওয়ানের পদচলা শুরু হয়।
এসময় দোলা দেওয়ান জানান, আজ থেকে দোকান উদ্বোধন হলো বাহারি রকমের পোশাক কেনা যাবে এখানে। আজ প্রথম দশজন যারা আসবে তাদের জন্য আজিবন ৫% ছাড় এবং প্রথম দশ দিন ও তাদের জন্য ৫% ছাড় রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিডি নারী কল্যান সংস্থার সদস্য শিরিন খান, জহিরুল হক রিপন, হাসান দিপু,জুলেখা বেগম বিনা, ভয়েস অব নারায়ণগঞ্জ সম্পাদক ও প্রকাশক সেলিম আহম্মেদ ডালিম, দৈনিক নীর বাংলা পত্রিকার ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি প্রমূখ।