বিশেষ সংবাদাদতা : যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এমপি পুত্র আবুল কাউছার আশার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন।
খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় পৌঁছালে বিএনপি নেতা আবুল কাউছার আশা তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন।
মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা বলেন, “ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের শিকার হয়ে বাংলাদেশের মাটি ও মানুষের দেশনেত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আনন্দঘন পরিবেশে আমরা তাকে আমন্ত্রন জানাতে সমবেত হয়েছি। আমরা বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে বহু চেষ্টা করেও আমাদের নেত্রীকে এভাবে গ্রহন করতে পারিনি। ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারেক রহমান মাকে বিদায় দিয়েছেন। আমরা জাতীয়তাবাদী শক্তি ভবিষ্যৎ বাংলাদেশের কর্নধার তারেক রহমান ভাইকে বলব আপনি একজন সন্তান মাকে বিদায় দিয়েছেন,দেশে আমরা লক্ষ লক্ষ সন্তান আছি মায়ের সাথে থাকার জন্য। আজকে আমাদের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়াকে সাথে নিয়ে আমরা গনতন্ত্রের পূন:প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান করে তুলব।