রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় বৈঠকে বসেছেন তারা। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।মেডিকেল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।