স্টাফ রিপোটার ঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কাশিপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ এশা কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,
কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো:হালিম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ মানিক, ফতুল্লা থানার সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান, জেলা ছাত্রদল দপ্তর সম্পাদক শাকিল, কাশিপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মনির, কাশিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রেজওয়ান শিকদার, থানা বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মুকুল সহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী নেত্রীবৃন্দ