নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আকাশে শকুন ঘোরাফেরা করছে। আমি শুনেছিলাম নারায়ণগঞ্জেও কিছু ঘটতে পারে। খুনিরা এখন একটি দলের নেতৃত্বে চলে আসছে। সে কারণে আমি নিজে একা চলে এসেছি। কারণ সর্ষের ভেতরে ভুত থাকে।
রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর যুব সংঘের বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আমার কিছু বাড়তি দায়িত্ব থাকে। সে কারণে আমাকে ৪টা পর্যন্ত জেগে থাকতে হয়। দেশ-বিদেশে কথা বলতে হয়। এ কারণে আমার ওপর বোমা হামলা হয়েছিল। যুব সমাজকে বলছি ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস প্রতিরোধে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ২১ জানুয়ারির পর থেকে সব শ্রেণি-পেশার লোকজনকে নিয়ে বসবো। তারপর মাঠে নামবো। আমার কিছু স্টাইল আছে। কোথায় কী করতে হবে জানি। আমার পৈতৃক বাড়ি বায়তুল আমানে প্রস্রাব করা হয়েছে, আমার ভাই সেলিম ওসমানের কারখানায় হামলা করা হয়েছে। আমরা কিন্তু বিগত দিনে প্রতিশোধ নেইনি। কোনো দলের ওপর আঘাত তো দূরের কথা একটি কথাও বলি নাই।
ইব্রাহিম গ্রুপের স্বত্বাধীকারি মো: ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরীন বেগম, ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।