সাজু হোসেন : দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনসহ নানা দাবিতে নগরীতে নারায়ণগঞ্জ জেলা কমিটির আয়োজনে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নগরীর নিতাইগঞ্জ (আলাউদ্দিন খান
স্টেডিয়াম) জিমখানা সংলগ্ন শেখ রাসেল পার্ক মাঠে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে সদ্য নিবন্ধিত রাজনৈতিক
দল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
নারায়ণগঞ্জ জেলা বিএসপি’র সভাপতি মোহাম্মদ আসলাম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্টি’র চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএসপি চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন,তত্বাবধায়ক সরকারব্যবস্থা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনীতিবিদদের জন্য অবমাননাকর। নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মাঠে জল্পনা-কল্পনা শুরু করেন। হরতাল, অবরোধের নামে মাঠে জ্বালাও-পোড়াও, আন্দোলনের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে ফেলে। আমরা এর অবসান চাই।
আমরা বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হোক, এটাই চাই। প্রয়োজনে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজনের প্রস্তাব করছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অশুভ শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে বিএসপি চেয়ারম্যান আরো বলেন,
‘আমরা স্বাধীন জাতি, আমাদের সমস্যা থাকতেই পারে, তাই বলে ১৭ কোটি জনগণের ওপর প্রভুত্বগিরি দেখানো
কোনোভাবেই মেনে নেবে না দেশের জনগণ। দেশের সমস্যা সমাধান কিভাবে করা যায়, তার পথ জনগণই ঠিক করবে। আমাদের মানচিত্র ও সম্পদের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। শকুন তাড়াতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই না দেশের জনগণের ভাগ্য ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও ইউক্রেনের মত হোক। এদেশের
জনগণই ঠিক করবে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে। তবে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন নিয়ে অশুভ শক্তির হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না জনগণ।’ তিনি বলেন, শক্তিধর দেশগুলোকে আমরা প্রভু হিসেবে নয় বন্ধু হিসেবে দেখতে চাই । আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এককভাবে অংশগ্রহণ করলে ২২০ আসনে প্রার্থী দেয়ার
প্রস্তুতি নিচ্ছে বলেও জানান পার্টির চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ হুমায়ুন কবির, সমাবেশ ও গণমিছিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব শাহ মোহাম্মদ কামরুজ্জামান হারুন, যুগ্ম সচিব এস এম বারী, সমাবেশ ও গণমিছিল মিডিয়া ফোরামের সমন্বয়ক সাংবাদিক একে নাহিদ, সদস্য সচিব, হাফেজ মুহাম্মদ কেরামত আলী, সদস্য জাহিদ হোসেন শ্যামল, মোহাম্মদ আরিফুল ইসলাম, রিয়াদ আহমদ সহ প্রমুখ।