বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, যখন একটা মানুষ সাগরে মরবার উপক্রম হয়, সেই সাগরে ভেসে থাকার জন্য খড়কুটার ওপর যেমন নির্ভর করে তেমনি এই সরকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একটা সেলফি তুলে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের আমলাপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘অযোগ্যতা ও দুর্নীতির কারণে ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ সরকারের’ বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে শহরে লিফলেট বিতরণ করা হয়।
আহমেদ আযম খান বলেন, ‘সরকার যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সরকার যে আমেরিকাকে প্রতিদিন গালাগালি করে মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাবে না বলে…অথচ আমরা দেখলাম জি ২০ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনে সঙ্গে একটি সেলফি তোলার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে বলেছেন, বাইডেন যেন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফি তোলেন। অনুরোধ করে জোর করে সেলফি তুলে রাজনীতি করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘আমরা শুনি এ সরকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে গোপনে বৈঠক করছে। সরকারের মন্ত্রী, এমপিরা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় দিনই গোপন বৈঠক করছে। তারা বলছেন, কী চান, কীভাবে পায়ে ধরতে হবে রাজী আছি, আমাদের ক্ষমতায় রাখুন। আমরা সরকারের ষড়যন্ত্র বুঝতে পারি।
গণতান্ত্রিক বিশ্বগুলো কোনো দলের পক্ষে নয় উল্লেখ করে আযম খান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর গণতান্ত্রিক বিশ্বগুলো একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায়। গণতান্ত্রিক বিশ্বগুলো কোনো দলের পক্ষে না, তারা গণতন্ত্রের পক্ষে। কোনো ষড়যন্ত্র কাজ হবে না। বাংলাদেশে ১৪ দলীয় জোট ছাড়া সব রাজনৈতিক দল বিএনপির সঙ্গে একাত্মতা পোষণ করেছে। সবাই এক কথা বলছে, এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম- আহ্বায়ক জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু ও মনির হোসেন খান।