নারায়ণগঞ্জ আপডেট: জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতিকে নির্বাচন কমিশনার বানানোর প্রতিবাদে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় আইনজীবী সমিতির সেলিম ওসমান ডিজিটাল বার ভবনের নিচ তলায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জেলা আইনজীবী সমিতি গত বছর যেভাবে ভোট ছিনতাই করে নির্বাচিত হয়েছিলো, সে আইনজীবী সমিতি আজকে একটি এজিএমকে ছিনতাই করলো। আজকে নির্বাচনী আইন ব্যবস্থাকে ধ্বংশ করে দেওয়া হলো। আমি মনে করি এ নির্বাচন কমিশনার দিয়ে নারায়ণগঞ্জের আইনজীবী সমিতির নির্বাচন হতে পারে না। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংশ করার জন্য এবং আইনজীবী সমিতিকে কুখ্যিগত ও কলঙ্কিত করার জন্য এবং আইনজীবী সমিতিকে একটি পরিবারকে আজ্ঞাবহ ও গুনগান ছাড়া আর কোনো কাজ করতে পারে না।
আজকে তারা আইনজীবী সমিতিতে দূর্নিতী করেছে বলে আইনজীবীদের তারা কথা বলতে দেয় নাই। তাদের দূর্নিতীও আমাদের বলতে দেয় নাই।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্দলীয় নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন করতে হবে। অন্যথায় আমরা সিদ্ধান্ত নিবো এ নির্বাচন কমিশনের অধিনে নির্বাচনে গিয়ে তাদের বৈধতা দিতে পারি না। আমরা এ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো কিনা সেটা পরবর্তীতে জানিয়ে দিবো।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. মশিউর রহমান শাহিন, এড. রকিবুল ইসলাম শিমুল, প্রমূখ।