বন্দর প্রতিনিধি : গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার অপরাধে ৪
যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো পুরান বন্দর এলাকার রবিউল আউয়াল মিয়ার ছেলে সাব্বির (২৩) বন্দর রেলি আবাসিক এলাকার গিয়াস উদ্দিন মিয়ার মাদক সেবী ছেলে বোরহান উদ্দিন (২৪) একরামপুর ইস্পাহানী এলাকার মোস্তফা মিয়ার ছেলে আয়নাল (২৬) ও একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৭)। পরে পুলিশ আটককৃত ৪ যুবককে যাচাই-বাছাইয়ের পর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানাগেছে, চোর ও ছিনতাইকারী সন্দেহে উল্লেখিত ৪ যুবককে আটক করা হয়।