মো:সাজু হোসেন:গাজায় ইজরায়েলী হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বাদ আছর নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদ চত্তরে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্বে ডিআইটি মসজিদ চত্তরে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ইজরায়েলীরা গাজায় মুসলমানদের উপর যে হামলা চালাচ্ছে আজ ফিলিস্তিনিদের পক্ষে না গিয়ে জাতিসংঘ ইজরায়েলীর পক্ষে যাচ্ছে। দীর্ঘ ৭০ বছর যে অত্যাচার নির্যাতন করে আসছে। যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তখন তারা পাল্টা জবাব দিচ্ছে । আমরা টাকা লাগলে টাকা দিব প্রয়োজনে জান লাগলে জানও দিব তার পরেও আমাদের ভাইদের রক্ষা করে ছাড়ব। গাজায় যদি গনহত্যা বন্দ না হয় তাদের স্বাধীনতা না দেওয়া হয় তালে বাংলার কোটি কোটি জনতা শিমান্ত পেরিয়ে সেখপনে যাব এবং ইহুদী রাষ্ট্রকে বিলিন করে দিব। আমাদের মুসলমানদের উচিত সকলকে মুসলিম ভাইদের পাশে থাকা।
এরপর সংক্ষিপ্ত বক্তব্যে শেষে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন স্থান পদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে শেষ হয়।