স্টাফ রিপোর্টার :
ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের বর্বর হামলা ও রাফাকে পৃথিবীর বৃহত্তম কবরস্থান বানানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মহানগর বিএনপি উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ওলামা দলের নেতৃবৃন্দ বিশাল মিছিল নিয়ে যোগদান করে।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ সিব্বির।
এসময় নেতৃবৃন্দ বলেন, ইহুদিরা ফিলিস্তিনে বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করছে, তাদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। অথচ বিশ্ব নেতারা নির্বাক চেয়ে আছে। ফিলিস্তিনে মানবাধিকার চরমভাবে লংঘন হলেও জাতিসংঘ চুপ করে বসে আছে। অন্যান্য মানবাধিকার সংস্থা গুলোও কোন পদক্ষেপ নিচ্ছেনা। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। ইজরায়েলের সকল পণ্য বয়কট সহ তাদেরকে বয়কট করতে হবে। বিশ্ব নেতৃবন্দকে এ হত্যাযজ্ঞ বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজ্বী মোঃ রফিক, যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ ইয়াকুব হোসেন, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক হাফেজ হাবিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।