1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
গুঞ্জনের অবসান, আল নাসরেই থাকছেন রোনালদো - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
পরিবার থেকে দামি আইফোন কেনার টাকা না পেয়ে কলেজ ছাত্রীর অপহরণ ও ধর্ষণ নাটক কাশীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আবার ধরা পড়লো ক্রোনি এপারেলস নারায়ণগঞ্জে,বাংলাদে শ খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত: পাঁচ আসনেই মনোনয়ন। বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ও ফতুল্লা থানার সদস্য নবায়ণ ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত রাজশাহীতে চোখের জলে শেষ বিদায়, চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের আত্মার মাগফিরাতে না’গঞ্জ বন্দর থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে আশার শোক প্রকাশ নাঃগঞ্জের শহিদ নগরে অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত হচ্ছে ভোজ্য তেল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ সাগরিকার ৪ গোল জয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ কাশীপুরে জমিয়তের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গুঞ্জনের অবসান, আল নাসরেই থাকছেন রোনালদো

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৯৭ Time View

মাঝে একবার স্ট্যাটাস দিয়ে সবার মনে এক ধরনের নিশ্চিত বার্তা দিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যে তিনি আর হয়তো সৌদি ক্লাব আল নাসরে থাকছেন না। এরই মধ্যে গুঞ্জন তৈরি হয়, তিনি হয়তো ব্রাজিলিয়ান ক্লাব কিংবা যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির দলের হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো এই সম্ভাবনার কথা নিজ মুখে বলেছিলেন।

কিন্তু দু’দিন আগে রোনালদো নিজেই জানিয়ে দেন, অনেক প্রস্তাব পেয়েছিলেন। তবে, আপাতত ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। তখনই আবার গুঞ্জন শুরু হয়, তবে কি আল নাসরেই থেকে যাচ্ছেন তিনি!

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জয়ের পরই রোনালদো ক্লিয়ার করে দিলেন তার ভবিষ্যৎ নিয়ে সব সংশয়। জানিয়ে দিলেন, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরেই থাকছেন।

বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা। রোববার পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জয়ের পর তিনি বলেন, ‘ভবিষ্যৎ? কিছুই বদলাবে না। আল নাসর? হ্যাঁ।’

৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা সম্প্রতি ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন। এছাড়া গুঞ্জন ছিল যে একটি ব্রাজিলিয়ান ক্লাব এবং আল নাসরের প্রতিদ্বন্দ্বী আল হিলাল তাকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে। গত মাসে আল ফাতেহর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর রোনালদো সামাজিক মাধ্যমে পোস্ট করে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি ক্লাব ছাড়তে পারেন। তিনি লিখেছিলেন, ‘এই অধ্যায় শেষ। গল্প? এখনো লেখা হচ্ছে।’

আল নাসরের ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরো গতমাসে জানিয়েছিলেন, তারা রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করছেন। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে ধরে রাখতে তাদের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো সৌদি প্রো লিগে টানা দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছেন। এই মৌসুমে তিনি ২৫টি লিগ গোল করেছেন; কিন্তু আল নাসর তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে এবং পরবর্তী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

রোনালদো আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৯টি গোল করেছেন; কিন্তু শুধুমাত্র ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন। এদিকে, পর্তুগালের হয়ে তিনি রোববার স্পেনের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে জিতে নেশনস লিগের শিরোপা জিতেছেন। এই ম্যাচে তিনি তার ১৩৮তম আন্তর্জাতিক গোল করেন।

রোনালদোর এই ঘোষণা আল নাসর ভক্তদের জন্য স্বস্তির খবর। তবে তিনি ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সই করবেন কি না, তা নিয়ে আলোচনা এখনো চলমান।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ১২:০৪)
  • ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL