বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৪ আগষ্টে চাষাড়া প্রাণকেন্দ্র পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় আহত জুবায়ের।
আহত জুবায়ের সিদ্ধিরগঞ্জ থানার ৯নং ওয়ার্ডের জালকুড়ী গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে। ঘটনার পর থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর ট্রমা ও বার্ন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহত জুবায়েরের বাবা মোঃ জাহাঙ্গীর হোসেন জানায়, গুলিবিদ্ধ অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা সাবেক এমপি গিয়াসউদ্দিনের কল্যানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এসুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, ৯নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সজিবুল ইসলামের তত্বাবধানে সাবেক এমপি গিয়াসউদ্দিনের পুত্র গোলাম মোহাম্মদ ফয়সাল আহত জুবায়েরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোজ খবর নিতে সিএমএইচে যান।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক নেতৃবৃন্দ ও জুবায়েরের সহপাঠীরা।