চলমান শৈত্যপ্রবাহে নারায়ণগঞ্জেরর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতণ করেছে ‘ক্যান্টিন’ বন্ধুমহল নামের একটি সংগঠন। প্রয়াত যুবলীগ নেতা গোলাম সারোয়ার স্মরণে সামাজিক সংগঠন ‘ক্যান্টিন’ এর উদ্যোগে দ্বিতীয় দফায় আরো ৬ শতাধিক কম্বল বিতরণ করেন বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু।
রোববার (২২ জানুয়ারী) দুপুরে চাষাড়া এসআর এন্টারপ্রাইজ অফিসের প্রধান ফটকের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে ১১ জানুয়ারী শহরে এক হাজার অধিক কম্বল বিতরণ করা হয়ে ছিলো।
এ সময় শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু বলেন, শীতার্তদের মধ্যে বিত্তবানদের এখনই শীতবস্ত্র বিতরণ করার আহবান জানাই। দেশের শীতের তাপদাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সংগঠন বা ব্যক্তির উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা উচিত।
শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ক্যান্টিন বন্ধু মহলের সদস্য-মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, নূরে আলম রিপন, গোলাম শরিফ, ইসমাইল দেওয়ান বিদ্যুৎ, রনবীর রায়, রনক, শেখ মাহবুবুর রহমান, তারেক সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন, লিটন সাহা, মো. আলী বুলবুল, সেলিম আজাদ, মো. শাহিন সরকার, রিয়াজ, নিয়াজ, রতন, রঞ্জন, কামরুল, রিপন মামা, লিটন চাচা, সুজন, আব্দুল হালিম প্রমুখ। এ সময় মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনও উপস্থিত ছিলেন।