প্রেস বিজ্ঞপ্তি: বন্দরে সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমাদের সংগ্রাম পোর্টালের সম্পাদক মাহাবুব হোসেন ডালিমকে হত্যার হুমকি দিয়েছে কাজী সোহাগ ও তার সাঙ্গ পাঙ্গরা।
বুধবার (৪ ডিসেম্বর) সাংবাদিক মাহাবুব হোসেন ডালিম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৯০।
জানা যায়, সম্প্রতি সন্ত্রাস, চাঁদাবাজ কথিত বিএনপির নেতা কাজী সোহাগের বিরুদ্ধে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। যার সাথে ওই প্রতিবেদকের কোন সংশ্লিষ্টটা নেই। সোমবার ২ ডিসেম্বর এদিন রাতে উইলসন রোড এলাকায় চাঁদাবাজ সোহাগ ও তার বাহিনীর সদস্যরা সাংবাদিক মাহাবুব হোসেন ডালিমকে অকথ্য ভাষায় গালাগালিসহ গুম করে হত্যার হুমকি দেয়।
এই ঘটনায় তিনি বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যদেকে অবগত করে বুধবার তার জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে মাহাবুব হোসেন ডালিম বলেন, ‘সংবাদ প্রকাশ করায় অভিযুক্তরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। একই সঙ্গে আমাকে মেরে গুম করে ফেলবো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’
মাহাবুব হোসেন ডালিম বলেন, চাঁদাবাজির অভিযোগে কাজী সোহাগের বিরুদ্ধে প্রতিনিয়তই সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জের ধরে আমাকে নানা ভাবে হয়রানী সহ আমাকে গুম করে হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছি।