1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
চাঁদা না দেয়ায় দুই নারী সাংবাদিক এর উপর সন্ত্রাসীদের হামলা - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি টানা পাঁচদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস নারায়ণগঞ্জে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে বৈঠক জামায়াত আমিরের ফতুল্লায় ২৩টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্মকর্তারা নারায়ণগঞ্জে ব্যাপক আয়োজনে ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ ১৪৩২

চাঁদা না দেয়ায় দুই নারী সাংবাদিক এর উপর সন্ত্রাসীদের হামলা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২১৮ Time View

নারায়ণগঞ্জ সদর ইপজেলার ফতুল্রার চাঁনমাির এলকায় সন্ত্রাসীরা চাঁদা না দেওয়ায় সাংবাদিক তামান্না দেওয়ান (দোলা) সহ দুই নারী সাংবাদিককে আহত করার প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হযেছে। 

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জেলা রিপোটার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। 

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় গত ১৬/১০/২০২৪ ইং তারিখে একটি মামরা দাযের করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে মামলার বিবরনে তামান্না দেওয়ান (দোলা) জানান, বিবাদী ১ মাহমুদ (৫০), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। সজল (২৫), পিতা- অজ্ঞাত সাং-ডন চেম্বার, থানা ও জেলা-নারায়ণগঞ্জ, ৩। ভাঙ্গারী কাশেম (৩৮), পিতা-অজ্ঞাত, সাং- চানমারী মাওরাপারি, থানা-ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, ৪। বাচ্চু (৫০), পিতা-অজ্ঞাত, সাং-জন চেম্বার, থানা ও জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ১০/১২ জন। সদর উপজেলার ফতুল্লা থানাধীন চানমারীছ সিফাত বাস কাউন্টারের মালিক। সিফাত পরিবহন বাস নারায়ণগঞ্জ হইতে জামালপুর রুটে চলাচল করে। বিবাদীরা রানা বাহিনীর সক্রিয় সদস্য। বিবাদীরা রানা বাহিনীর পরিচয় দিয়া এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করিয়া থাকে। অনুমান এক/দেড় মাস যাবৎ উল্লেখিত বিবাদীরা রানা বাহিনীর রানা এর নির্দেশে অন্যায় ভাবে আমাদের বাস কাউন্টারের আসিয়া বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ জোর পূর্বক বাস কাউন্টার দখল করিয়া নেওয়ার চেষ্টা চলাইয়া আসিতেছিল। তারই ধারাবিহকতায় গত ০৯/১০/০২৪ তারিখ রাত্র অনুমান ০৯.৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন প্রত্যেকে লোহার রড, কাঠের ডাসা ইত্যাদি দেশীয় অস্ত্র-সন্ধে সজ্জিত হয়ে ফতুল্লার চানমারীস্থ সিফাত বাস কাউন্টারের ভিতরে অনাধিকার প্রবেশ করে আমাকে ও আমার সহকর্মী আসমা খাতুন শিরিন দ্বয়কে সহ আমার বাস কাউন্টারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন আমি বিবাদীদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে উল্লেখিত বিবাদীরা আমাকে সহ আমার সহকর্মী আসমা খাতুন শিরিন স্বয়কে অতর্কিত ভাবে আক্রমন করিয়া এলোপাথারী মারপিট করিতে থাকে। ০২নং বিবাদীর হাতে থাকা লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথায় স্বজোরে আঘাত করিলে আমি বাম হাত দ্বারা ফিরাইলে উক্ত লোহার রডের আঘাত আমার বাম হাতের বাহুতে লাগিয়া গুরুতর হাড় ভাঙ্গা জখম প্রাপ্ত হই। আমার সহকর্মী আসমা খাতুন শিরিন আমাকে রক্ষা করিতে আগাইয়া গেলে বিবাদীরা তাহাকে এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থান নীলাফুলা জখম করে। ২নং বিবাদী আমার বাস কাউটারের ক্যাশ হইতে নগদ ১৮,৪৩০/-টাকা চুরি করিয়া নেয়। আমাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আমি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জ যাইয়া চিকিৎসা গ্রহন করি। 

তিনি আরো জানান, অত্র মামলায় রানার নাম বাদ দিয়ে মামলা রুজু করায আমি শঙ্কিত। আমি প্রশাসনের কাছে রানা সহ দ্রুত সকল আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো: শরীফুল ইসলাম উক্ত মামলা দাযেরের ঘটনার সত্যতা স্বীকার করছেন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগি নারী সাংবাদিক দোলা এবং অপর ভুক্তভোগি নারী সাংবাদিক শিরীন আক্তার সহ প্রমূখ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৪:০৬)
  • ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL