নারায়ণগঞ্জ আপডেট: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে বিজয় র্যালি শেষে চাষাঢ়া বিজয়স্তম্ভে নিহত শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মান শ্রমিক ইউনিয়নের।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রাসাদ নির্মান শ্রমিক ইউনিয়ন এ বিজয় র্যালি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি হায়াত আলী, সাধারণ সম্পাদক রমজান মোল্লা, সহ-সভাপতি বনমালি, যুগ্ম সহ-সভাপতি শারজাহান মীর, সহ-সাধারণ সম্পাদক বশির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোস্তফা, মাসুদ, খোরশেদ, শাহজাহান, লুৎফর ও আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।