ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি পাকিস্তানের টিম চিকিৎসক সোহাইল সালেম। ফলে কোনো চিকিৎসক ছাড়াই ঝুঁকি নিয়ে অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দল। অপরদিকে টিম ম্যানেজার ছাড়া আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গেছে পাকিস্তানের যুবারা।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের জন্য সোহাইল সালেমকে দলের চিকিৎসক হিসেবে নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান দল অস্ট্রেলিয়াতে গেলেও এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।
পিসিবির নির্ভরযোগ্য সূত্রে প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও ডাক্তার সালেমের জন্য ভিসা পাওয়ার চেষ্টা করছে এবং এটি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পার্থে প্রথম টেস্টের (১২ ডিসেম্বর) জন্য যথাসময়ে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
একই ইস্যুতে যুবাদের এশিয়া কাপে দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারেননি ম্যানেজার সোয়াইব মাহমুদ। তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে পিসিবি আশা করছে, খুব শীঘ্রই আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে পারবেন সাবেক টেস্ট ব্যাটার সোয়াইব।