২২ শে ডিসেম্বর হয়ে গেলো নারায়ণগঞ্জ – ৯৯ স্পোর্টস ক্লাব আয়োজিত ১৯৯৫, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০১ এই চার দল নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন একদিনের টুর্নামেন্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই ব্যাচভিত্তিক টুর্নামেন্ট। এ যেনো টুর্নামেন্ট নয় এ এক ছোট বড় সকলের জন্য বিশাল মিলন মেলা। পরিবার নিয়ে খেলতে আসলো অনেকে যা কিনা তাদের জন্য এক রকম বনভোজনের মতো হয়ে গেলো। নারায়ণগঞ্জ – ৯৯ স্পোর্টস ক্লাবের সদস্য সচিব সিরাজুস সালেকীন সৈকত বলেন অনেকদিন থেকেই আমরা একটা একদিনের ব্যাচভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করার চিন্তা করছিলাম কিন্তু টাইমিং টা হয়ে উঠছিলো না, তাই জিদের বশবর্তী হয়ে এবার শীতের মৌসুমে এই টুর্নামেন্ট দিয়েই এবারের সিজন শুরু করলাম, সবগুলা ব্যাচকে অসংখ্য ধন্যবাদ খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর ভাবে তারা রাজি হয়ে আমাদের সাপোর্ট করলো এবং আলহামদুলিল্লাহ সবার বন্ধুত্বপূর্ন আচরনে টুর্নামেন্টটা শেষ হলো। সবগুলা ব্যাচই এত অল্প সময়ে আমাদের এই আয়োজনে সন্তুষ্ট। ধন্যবাদ জানাই আমাদের স্পোর্টস ক্লাবের সাথে জড়িত ৯৯ ব্যাচের সকল বন্ধুকে, তোমাদের সহযোগিতা আর ভালবাসা ছাড়া এত বড় টুর্নামেন্ট আয়োজন করা অসম্ভব হতো। আমাদের এই টুর্নামেন্ট সফল করার পিছনে আমাদের ক্লাবের যে বন্ধুর কথা না বললেই নয় পুরা টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বরকম আয়োজন যে করেছে সে আমাদের ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য জনাব আরিফুল ইসলাম ঝুমন, আজকের টুর্নামেন্টে বন্ধুর অবদানের কথা যত বেশি বলবো ততই কম হবে, বন্ধুকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই। আরেক বন্ধু, ক্লাবের সদস্য ও আমাদের আজকের টুর্নামেন্টে আমাদের দলনেতা জনাব প্রভাত কুমার দাস শিবুর ও কঠোর পরিশ্রম রয়েছে আজকের টুর্নামেন্ট আয়োজনের পিছনে। পরিশেষে অসংখ্য ধন্যবাদ প্রিয় বড় ভাই জনাব সাগর প্রধান ও জনাব হাজী ওসায়ের আহাম্মেদ আব্দুল আজিজ ভাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঠ দেয়া থেকে শুরু করে মাঠের পিচ ঠিক করা, মাঠ পরিষ্কার করা, স্টেজ সাজানো সহ যাবতীয় সকল সুবিধা প্রদান করেছেন।
আজকে ৪ দলের ব্যাচভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় “ইউনাইটেড ৯৫ নারায়নগঞ্জ” (১৯৯৫ ব্যাচ), রানারআপ হয় “নারায়নগঞ্জ-৯৯ স্পোর্টস ক্লাব” (১৯৯৯ ব্যাচ), তৃতীয় পজিশন হয় “সতীর্থ ০১ স্পোর্টিং ক্লাব” (২০০১ ব্যাচ) এবং চতুর্থ পজিশন হয় “নারায়নগঞ্জ গ্লাডিয়েটরস ১৯৯৮” (১৯৯৮ ব্যাচ)।