জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর – ২০২৩ উপলক্ষে ঢাকায় জাতীয় ওলামা মাশায়েক সম্মেলন বাস্তবায়নের লক্ষে নগরীতে থানা প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ১নং রেল গেইট সংলগ্ন আই,এ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এ থানা প্রতিনিধি সম্মেলন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুফতি আঃ হাকিম আদ-দিফায়ী এর সভাপতিত্বে ক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ (ঢাকা) বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আঃ আজীজ কাসেমী। বিষেশ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা শাহ জালাল।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর জেলাও মহানগর শাখার সভাপতিমাওলানা শাহজালাল, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল আজিজ, সহ-সভাপতি মুফতি সালমানরফিকি আলহাজ¦ সামসুজ্জামান, সাধারন সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানশামীম, , যুগ্ন সাধারন সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাওলানা আবু সাঈদ, মুফতি হাবিবুল্বলাহ মিজবা, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।