১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল নয়টায় শহরের দুই নং রেলগেইট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাবেক উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা নিয়াজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আবু তাহের রানা, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার, সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল ভূইয়াসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দগণ।