নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে রূপগঞ্জ এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২০শে জুলাই ) দুপুরে নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রূপগঞ্জ এলাকাবাসী ও ভুক্তভোগী বাবুর পরিবার।
এসময় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম বাবুর বাবা মঞ্জুর হোসেন সাংবাদিকদের বলেন, আমার ছেলে রাজপথে হামলা মামলার শিকার,স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রীয় নেতৃত্বদানকারী তাকে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে জেলা খাটাচ্ছে। আমার ছেলে দীর্ঘদিন যাবৎ ছাত্রদলের সাথে থেকে কাজ করছে। আমার ছেলের নিঃশর্ত মুক্তির দাবী করছি।
এসময় মানববন্ধনে এলাকাবাসীর সাথে উপস্থিত ছিলেন, বাবুর ছোট ভাই মোহাম্মদ কাউসার, সাফরান , সুজন, রকি সহ রূপগঞ্জ এর বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।