শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেনের উদ্যোগে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় কাশীপুর আমবাগান এলাকায় এই আয়োজন করা হয়।
এ সময়ে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, সদর থনা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকিদ মোস্তাকিম শিপলু, কাশীপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক কমল হাসান, কাশীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আসলাম খোকন, সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো: সেলিম, কাশীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী সেলিম প্রমূখ।