আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই অভ্যুত্থানে আহত ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, যিনি সভাপতিত্বও করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, জুলাই যোদ্ধাসহ গণমাধ্যম কর্মীগণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় ‘এ’ ক্যাটাগরির ৬ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং ‘বি’ ক্যাটাগরির ২৯ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে ১ লক্ষ টাকার চেক প্রদান করেন। এই আর্থিক অনুদান তাদের অবদানকে সম্মানিত করার পাশাপাশি ঈদের সময় জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।