নারায়ণগঞ্জ আপডেট :
নগরীর অত্যন্ত ব্যস্ততম বাবুরাইল-কাশিপুর সড়কের মাঝপথে ট্রাক থামিয়ে দীর্ঘ যানজট সৃষ্টি করার ঘটনাটি এখন নিয়মে পরিণত হয়ে দাড়িয়েছে। প্রতিদিনই ট্রাক থামিয়ে তীব্র যানজটের সৃষ্টি করে মানুষকে ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ হাসানের বিরুদ্ধে। বৌ-বাজার পুল ও তারা মসজিদ পুলের মাঝামাঝি অংশে ট্রাক থামিয়ে টিসিবির পণ্য বিতরণ করেন তিনি।
জানা গেছে, টিসিবির পণ্য আসলেই সড়কটির এ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত থাকে এ যানজট। ২০/২৫ ফুট চওড়া এ সড়কটিতে বড় বড় দুটি ট্রাক থামিয়ে রাখার কারণে এমনিতেই রাস্তার ১০ ফুটের বেশী দখল হয়ে যায়। তার উপর টিসিবির পণ্য নিতে আসা শত শত মানুষ রাস্তার উপরে দাড়িয়ে থাকায় যান চলাচলে তীব্র বাধার সৃষ্টি হয়। রাস্তার দু পাশে অসংখ্য রিক্সা, অটোরিক্সা ও মিশুক আটকে থাকে। এতে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় চলাচলকারীদের।
ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, কাউন্সিলর রিয়াদ হাসানের কমন সেন্সের যথেষ্ট ঘাটতি রয়েছে। তা নাহলে কি, এতো গুরুত্বপূর্ণ একটি সড়কের উপর ট্রাক থামিয়ে ও শত শত মানুষের ভীড় জমিয়ে রাস্তা বন্ধ করে কেউ টিসিবির পণ্য বিক্রয় করে?
সরেজমিনে দেখা যায়, বৌ-বাজার পুলের আগে নতুন অফিস নিয়েছেন কাউন্সিলর রিয়াদ হাসান। এই অফিসের ঠিক উল্টো দিকেই ট্রাক থামিয়ে পণ্য বিতরণ করছে ডিলার। এসময় ট্রাকের সামনের দিকে শতাধিক পুরুষ ও পিছনের দিকে শতাধিক নারীকে দাড়িয়ে থাকতে দেখা যায়। তারা টিসিবির পণ্য নিতে লাইনে দাড়িয়েছেন। ট্রাকের দু পাশেই ব্যাপক যানজট চোখে পড়ে এসময়।
এ বিষয়ে কাউন্সিলর রিয়াদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই আপনাদের সাথে মোবাইলে কথা বললে তো আপনারা তা রেকর্ড করেন। সরাসরি অফিসে আসেন, কথা বলি। একথা বলে কল কেটে দেন তিনি।