বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার উদ্দেশ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ফতুল্লা ডিআইটি মাঠে থানা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সস্রাধিক নেতাকর্মী নিয়ে একটি বিশাল মিছিল যোগদান করে। এসময় নেতৃবৃন্দ স্লোগানে স্লোগানে পুরো ডিআইটি মাঠ প্রকম্পিত করে তোলে।
জনসভায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সহ প্রমুখ নেতৃবৃন্দ।