এডিস মশার উপদ্রব ও সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়াতে থাকায় ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা ও মশার ঔষুধ ছিটানোর অভিযান চালানো হয়েছে।
শুক্রবার (৮ই সেপ্টেম্বর) বিকালে কাশীপুর ডালিবাড়ী এলাকা থেকে শুরু করে ৬নং ওয়ার্ড ও আশপাশের এলাকায় পরিস্কার করে মশা মারার ঔষুধ ছিঁটিয়ে পরিচ্ছন্নতা শুরু করেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার জিসান হায়দার উজ্জল।
এসময়, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড মেম্বার জিসান হায়দার উজ্জল জানান, সারাদেশে এডিসমশার উপদ্রব ও ডেঙ্গু রোগী বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে কাশীপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ও আশপাশের এলাকায় মশার ঔষুধ ছিঁটানো হচ্ছে। দেশে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে। এডিসমশা দিনে ও রাতে সমানতালে ডেঙ্গু ছড়াচ্ছে। আপনারা বাসা-বাড়িরসহ আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধ করুন।
আমাদের কাশীপুরের রূপকার ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফউল্লাহ বাদল প্রতিদিন দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। তার নির্দেশে ৬নং ওয়ার্ড ও আশপাশের এলাকায় পরিস্কার করে মশা মারার ঔষুধ ছিঁটিয়ে পরিচ্ছন্নতা শুরু করেছি এটি চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, রতন হোসেন, ওমর আলী, রিপন, মহসিন, বিল্লাল, কালাম, আমির হোসেন, আফজাল হোসেন সহ এলাকার গন্যমান্যব্যক্তি বর্গ।