বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা নেতৃত্বে ঢাকার রাজপথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে। এসময়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।