আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে নৌকা মার্কার পক্ষে আনন্দ মিছিল করেছে শামীম ওসমান সমর্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় চাষাড়া শহীদ মিনার থেকে সাউন্ড সিস্টেম বাজিয়ে আনন্দ মিছিল বের করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া চত্ত্বরে এসে শেষ হয়।
নেতাকর্মীদের মুখে শেখ হাসিনার মার্কা নৌকা নৌকা শামীম ওসমানের মার্কা নৌকা নৌকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো নগরী ।
সংক্ষিপ্ত বক্তব্য নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেন, ষড়যন্ত্র হচ্ছে , সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রান প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য জননেতা শামীম ওসমানের নির্দেশে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা রাস্তায় পাহারা দিচ্ছি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করছি। যতদিন আলবদর ও আলসামসরা রাজপথে মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে ততদিন আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথের মানুষ রাজপথেই থাকবো আর রাজপথে থেকেই আমরা আন্দোলন সংগ্রাম ও রাজনীতি শিখেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাবেক সভাপতি শেখ সাফায়াত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, কাউন্সিলর শাহজালাল বাদল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, আজমত উল্লাহসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।