সারাদেশ জুরে চলছে তীব্র তাপদাহ। অতিষ্ঠ গরম নিবাবরনের জন্য তাই নগরীতে বেড়েছে তাল পাখা কেনার ধুম। প্রতি তাল পাখা ৫০ টাকায় বিক্রি করছে এক শিশু।
রবিবার (৪ জুন) দুপুরে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন আলমাছ টাওয়ারের সামনে বসে এক শিশুকে তাল পাখা বিক্রি করতে দেখা যায়। এ সময় নানা বয়সের নারী-পরুষদের ৫০ টাকায় তাল পাখা গুলো কিনতে দেখা যায়। নগরীর বাবু রাইল এলাকা থেকে মার্কেটে আসা তাল পাখা ক্রেতা রুমানা ইসলাম জানান, সারাদিন- রাতের বেলায় বিদ্যুতের ঘন ঘন লোড সেডিং হওয়ার কারনে আমরা ছেলে-মেয়ে নিয়ে রাতে ও দিনের বেলায় ঘরের ভেতরে থাকতে পারি না। এখন শুনতে পাচ্ছি বিদ্যুতের দুটি কেন্দ্রে বিদ্যুত উৎ পাদন বন্ধ হয়ে যাচ্ছে। তাই ফ্যানের বিকল্প হিসেবে আমরা নিরুপায় হয়ে তাল পাখা কিনছি। অপরদিকে আবহাওয়া অফিস সারা দেশের তাপমাত্রা কমার বিষয়ে এখনো কোন ধরনের সু-খবর দিতে পারনি। ইতিমধ্যই সরকার সারাদেশে আগামী ৮ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করেছেন।