নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষক মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অদ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, তোলারাম কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি রতন কুমার দাস, সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন, সহ-সভাপতি মোঃ শরাফত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিহির, দপ্তর সম্পাদক মোঃ শওকত আলী ভুইঁয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া। সরকারি তোলারাম কলেজ ছাএছাএী সংসদের সাবেক জি,এস জাকিরুল আলম হেলাল, তোলারাম কলেজ ছাএছাএী সংসদের সাবেক মহিলা সম্পাদিকা ইসরাত জাহান খান স্মৃতি, এক্স কেডেট ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান, এক্স কেডেট ইউনিয়নের সাবেক সভাপতি মোঃসাইফুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।