দক্ষিণ-সস্তাপুর পাঞ্চায়েত কমিটির আয়োজনে ইফতার মাহফিল-২০২৪, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইফতার মাহফিল শেষে এলাকার চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষে আলোচনা সবা সম্পন্ন হয়। পরে মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (২২ মার্চ) সন্ধায় দক্ষিণ-সস্তাপুর এলাকায় পাঞ্চায়েত কমিটি আয়োজিত ইফতার মাহফিল, মেধাবী শিক্ষার্থী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় এলাকাবাসীর সামনে এলাকার নানান সমস্যা উল্লেখ করে বক্তব্য রাখেন ফতুল্লা থানা সেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেহেবুবুল হক তালুকদার টগর। তিনি বলেন, আশেপাশের দশ এলাকার থেকে দক্ষিণ সস্তাপুর এলাকার মান্তি শৃঙ্খলা বেশ ভাল। তবে আমাদের এই এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মাদক ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা গেলে এবং প্রবীণদের পাঞ্চায়েতের পাশাপাশি নবীনদের যুব সংঘের মাধ্যমে আরো বেশি ভাল কাজ করা সম্ভব হবে। তাই আমি আমার পিতৃতুল্য মুরুব্বিদের বলবো এখন সময় নবীন ও যুবকদের ভাল কাজের সুযোগ করে দেওয়া। তাদের পাশে থেকে আমাদের সাপোর্ট দেওয়া। আমাদের এলাকা থেকে অনেক গুণীজন আমাদের ছেড়ে চলে গেছেন। শূণ্য পদগুলোকে পদায়ন করে আরো শক্তিশালী পাঞ্চায়েত গড়ে তুলতে হবে। যারা নাফেরার দেশে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামণার পাশাপাশি তাদের যেন আল্লাহ পাক বেহেস্ত নসীব করুক সেই দোয়া করি।
দক্ষিণ সস্তাপুর পাঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে ও মঞ্জুরুল হক তালকদার শাহীনের সঞ্চালনায় ইফতার মাহফিল-২০২৪, মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে দক্ষিণ সস্তাপুর এলাকার মান্যবর মুরুব্বিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন, আলতাব হোসেন, এনামুল হক মজুমদার। ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেহেবুবুল হক তালুকদারের সার্বিক সহযোগীতায় ওই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।