প্রতিবছরের ন্যায় এবারও দেওভাগে ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩তম তিরোধান উৎসব পালিত হয়েছে। শনিবার (০৩ জুন) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উৎসবটি পালন করা হয়। দেওভোগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। আশ্রম প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ এখানে এ উৎসব পালিত হচ্ছে।
কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো, ভোর ৫টা ৫১ মিনিটে ঊষা কীর্ত্তন, সকাল ৯টায় বাল্যভোগ, সকাল ৯টা ৪৫ মিনিটে বাল্যভোগের প্রসাদ বিরতণ, সকাল ১০টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, সকাল ১১টা ৪০মিনিটে একমিনিট নিরবতা পালন, দুপুর ১টা ৩০ মিনিটে রাজভোগ, দুপুর ২টা ৫মিনিটে রাজভোগের প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সন্ধ্যা আরতি ও রাত ৮টায় বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান।
এ বিষয়ে জানতে চাইলে আশ্রম কমিটির সদস্য শ্রী কৃষ্ণা আচার্য্য বলেন, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩তম তিরোধান উৎসব আমাদের সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে। সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থণা হয়েছে। বাবার (লোকনাথ) জন্য গীতাপাঠসহ নানা কর্মসূচি রয়েছে। যে সময় বাবা দেহত্যাগ করেছিলেন, সেই সময় অর্থ্যাৎ সকাল ১১টা ৪০মিনিটে এক মিনিট নিরবতা পালন করেছি। প্রায় ত্রিশ বছর যাবৎ এ মন্দির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা এই তিরোধান উৎসব পালন করে আসছি। আমাদের দেওভোগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার সরকার ও সাধারন সম্পাদক লিটন চন্দ্র পালের দিকনির্দেশনায় আমরা কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যরা মিলে এ কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।