নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা বা দোলযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে শহরের দেওভোগ নাগবাড়ী এলাকায় সাধু নাগমহাশয় আশ্রমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোলযাত্রা উপলক্ষে মন্দিরের পক্ষ থেকে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথা নন্দ মহারাজ, সাধু নাগমহাশয় আশ্রমের সাধারন সম্পাদক শ্রী তারাপদ আচার্য্য, শ্যামল দত্ত, সত্যজিৎ পাল টোকন, প্রাণবল্লব দাস, মহাদেব সরকার প্রমূখ।
এদিকে এ দোলযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে শত শত সনাতন ধর্মাবলম্বীরা মন্দির প্রাঙ্গণে ভীর জমায়। সকালে ঠাকুরের পায়ে আবির দিয়ে জগতের মঙ্গল কামনা করা হয়। এসময় উলুধ্বনীতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পরে তারা নিজেরা আবির খেলায় মেতে ওঠে।
এ বিষয়ে মন্দিরের সাধারন সম্পাদক শ্রী তারাপদ আচার্য্য বলেন, কোভিডের কারণে গত কয়েক বছর আমরা এ উৎসবে আনন্দ করতে পারি নাই শুধুমাত্র পূজা ছাড়া। আজকের এ দিনে জাতির সমৃদ্ধির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থণা করি।