পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার ২জানুয়ারি ) পশ্চিম দেওভোেগ পানির ট্যাংবি
স্কুল মাঠ, হালিমের বন্ধু মহলের উদ্যোগে এ ওয়াজ মাহফিল আয়োজন করা হয়।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, হাজী মােঃ মনির খাঁন,সভাপতি হাজী মােঃ নুরুল ইসলাম,প্রধান বক্তা হযরত আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল মা্তাক রহিম আল আজহারী।পরিচালক ও ইসলামিক রিসার্চ সেন্টার, নারায়ণগঞ্জ,বিশেষ বক্তা হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম আল কৃদেরী,প্রধান শিক্ষক, কাদেরিয়া তৈয়েবিয়া তাহেরিয়া হাযফেজিয়া আলিম মাদ্রাসা, মুস্সীগঞ্জ,হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা গাজি মোঃ তামিম বিল্লাহ আল-কাদিরি খতিব, সাকিম আলী জামে মসজিদ, নারায়ণগঞ্জ,বিশেষ অতিথি মােঃ হাজী শফিউদ্দিন আহম্মেদ, মোঃ সাঙ্গদ আহমদ স্বপন,মােঃ দিদার খন্দকার,মােঃ খান মাহাবুব মােঃ সুমন চিশতি,মোঃ তাইজুল ইসলাম টুটুল,আলহাজ্ব আসলাম শামিম মুকুল,মোঃ মরিজ্জামান ঢালী,বরকত উল্লাহ হৃদয়,মোঃ মনির হোসেন,মােঃ আলহাত্ব সফিউদিন খোকন সরদার,মােঃ আলহাত্ব হেদায়েত উল্লাহ খাকন,মোঃ ফজল মােল্লা মাইজভান্ডারী,মোঃ পলাশ খান, মোহাম্মদ জিলানি ফকির,
মিলাদ শেষে দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।