1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
দেশে এমন আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচনের দাবি করা যেন অপরাধ : তারেক রহমান - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বন্দর কলাগাছিয়া মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ নতুন মৌসুমে ক্লাবেও রোনালদোর সতীর্থ হচ্ছেন ফেলিক্স দীর্ঘ আলোচনা ও দরকষাকষি শেষে ১৫ শতাংশ শুল্ক চুক্তি সই ইইউ-যুক্তরাষ্ট্রের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে বৈঠক করেছে ৪২টি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের রাজ‌নৈ‌তিক দল ও প্রার্থীরা সহ‌যো‌গিতা কর‌লে নির্বাচন করা সম্ভব : স্বরাষ্ট্র উপ‌দেষ্টা ‎কাশিপুর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত রাতের ভোটের পুরস্কৃত চেয়ারম্যান এখন ইলেকশন করতে চায় : আশা পরিবার থেকে দামি আইফোন কেনার টাকা না পেয়ে কলেজ ছাত্রীর অপহরণ ও ধর্ষণ নাটক কাশীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আবার ধরা পড়লো ক্রোনি এপারেলস নারায়ণগঞ্জে,বাংলাদে শ খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত: পাঁচ আসনেই মনোনয়ন।

দেশে এমন আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচনের দাবি করা যেন অপরাধ : তারেক রহমান

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪২ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে এমন আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচনের দাবি করা যেন অপরাধ।
এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যেন আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়। এটিই হোক বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত।’
তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বাধীনতা সুরক্ষিত এবং সুসংহত রাখতে হলে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই হতে হবে প্রধান অগ্রধিকার। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রয়োগের নিশ্চয়তা বিধান।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠিত করা গেলে, যারা জনপ্রতিনিধি হতে চান তাদের নিশ্চিতভাবে জনগণের রায়ের মুখোপেক্ষী করে দেওয়া সম্ভব হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংসদ বোধহয় টেকসই হয় না।

এই প্রক্রিয়ায় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হতে থাকবে ধীরে ধীরে। জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি থাকতে বাধ্য হবেন। কারণ আমাদের মনে রাখা প্রয়োজন যে, কেতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানার কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে,’ বলেন তিনি।

এ কারণেই রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার ও নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচনের দাবি করাটাই যেন একটি অপরাধ।’

জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্যের গন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতন্ত্রকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক,’ যোগ করেন তিনি।

তারেক বলেন, ‘রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে। তবে সব চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয় প্রলুব্ধ করে তাহলে সংস্কারের তাৎপর্যটা কী? দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে। তারপরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন এত সময় ক্ষেপণ করছে, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে।’

রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা ও জনগণ রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে,’ যোগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রতি সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে।’

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ২:২৪)
  • ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
  • ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL