নারায়ণগঞ্জ আপডেট: ছেলেদের আকর্ষণীয় সকল ডিজাইনের পোশাক নিয়ে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো ফ্রিজোন। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টায় শহরের ২নং রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের পাশে দোয়েল সিটি প্লাজা-১’র নিচতলায় এর প্রথম শাখার উদ্বোধন করা হয়। শুরু দিন থেকেই সকলের নজর কাড়ে ফ্রিজোন। সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া নিয়ে ফ্রিজোন সাজিয়েছে তার প্রথম ঈদ কালেকশন।
উদ্বোধন শেষে ফ্রিজোনের স্বত্বাধীকারি ও চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল ইসলাম খান টিটু বলেন, আমরা সুলভ মূল্যে সেরা মানের ছেলেদের পোশাক দিচ্ছি। আমরা মনেকরি, কোয়ালিটির কথা চিন্তা করলে এর চেয়ে সুলভ মূল্যে পোশাক আর হয়না। সুতরাং আমাদের বিশ্বাস যারা এখান থেকে তাদের পছন্দের পোশাকটি ক্রয় করবেন, তারা কোন দিক দিয়েই ঠকবেন না।
এসময় আরও উপস্থিত ছিলেন, মো: আসাদ খান, গিয়াসউদ্দিন আহমেদ, মো: রুহুল আমিন ও সাংবাদিক শরীফ উদ্দিন সবুজসহ আরও অনেকে।