নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি দৌলত হোসেন মেম্বার হত্যা মামলার প্রধান আসামী রুবেলসহ ১৬ আসামীর এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
সোমবার (১৫ মে) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে আসামীদের জামিন শুনানী ও রিমান্ড শুনানী হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আসামীদের জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এড. ওয়াজেদ আলী খোকন।
অন্যদিকে আসামীদের আদালতে আনার পর তাদের বাহিনী দারা আদালতচত্বর ঘেরাও করে রাখা হয়। আসামীদের রিমান্ড মঞ্জুরের পর প্রিজনভ্যানে তোলার সময় গণমাধ্যমকর্মীরা আসামীদের ছবি তুলতে গেলে আসামীরা হাত দিয়ে এবং তাদের সহকর্মীরা ছাতা খুলে ছবি তুলতে বাধা প্রদান করে ও জেল থেকে বের হয়ে দেখে নেওয়ারও হুমকি দেয়।