1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
দ্যা লিডার শামীম ওসমান - নারায়ণগঞ্জ আপডেট
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বন্দরে প্রায়ত অটো চালক আলীর রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কাঙ্গালী ভোজ নারায়ণগঞ্জে ফতুল্লায় ঝুট দখলে নিতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আতঙ্কে এলাকাবাসী ফাতেমা মনিরের মৎস্য খামার দখলের চেষ্টা , প্রাণনাশের হুমকি এসপি বরাবর অভিযোগ অবশেষে বিলুপ্ত ঘোষণা করাহলো নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি নারায়ণগঞ্জ  মহানগর গোগনগর ইউনিয়ন  যুবদল  সাদপন্থীদের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি উলামা মাশায়েখদের বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির কমিটি ঘোষনা ও পরিচিত সভা অনুষ্ঠিত বিকেএমইএ‘র ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত

দ্যা লিডার শামীম ওসমান

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৮৫ Time View

আমেরিকাতে নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকে উত্তেজিত করার আগাম পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছে বিএনপি-জামাতের বেশ কিছু উশৃঙ্খল সমর্থক। এমন ঘটনার বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই বিএনপি ও জামাতের বিভিন্ন অফিসিয়াল পেইজ থেকে ছড়িয়ে দেয়ায় পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত বলে মনে করছেন সবাই।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশের সময় বেলা সাড়ে বারটার সময় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ওই ঘটনা ঘটে। ওই বিশৃঙ্খলার খবর পেয়ে সেখানে তাৎক্ষনিক আশপাশের আওয়ামীলীগ ও যুবলীগ সমর্থকরা ছুটে আসলে ঐ বিশৃঙ্খলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েক জনের সাথে যোগাযোগ করে ও প্রচার হওয়া ভিডিও ক্লিপের মাধ্যমে জানা গেছে, জ্যাকসন হাইটসের বাঙালী পাড়ায় বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে দেখা করতে যান শামীম ওসমান। শামীম ওসমানের আগমনের খবরে সেখানে অগনিত ভক্তরা তার সাথে ছবি তুলতে ভীড় জমান। ব্যবসায়ীদের অনুরোধে তিনি চা বিরতির জন্য গাড়ী থেকে নামার সময় সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েকজন উশৃঙ্খল বিএনপি-জামাতের কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন শ্লোগান দেয়া শুরু করলে শামীম ওসমান একাই তাদের সামনে গিয়ে দাড়াঁন।

এসময় বিএনপির ঐ উশৃঙ্খল কর্মীরা আবারো প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের বিরুদ্ধে কটুক্তিকর স্লোগান দিয়ে আওয়ামীলীগ সমর্থকদের সাথে বিবাদে জড়ানোর চেষ্টা করেন। তবে দলীয়ভাবে প্রভাবশালী নেতা শামীম ওসমান সেখানে শিষ্টাচার ও ধৈর্য্যর পরিচয় দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন।

শামীম ওসমান তাদেরকে বলেন, ‘ দলকে এত ভালোবাসলে সাহস করে দেশের মাটিতে গিয়ে শ্লোগান দাও তোমরা। এমন কিছু করা উচিত নয় যাতে নিজের বাবা মায়ের সম্মান হানি হয়। আমি প্রতিটি টক শোতে বলি যাদের বাবা মা আছে তাদের উচিত সবার আগে বাবা মায়ের প্রতি দ্বায়িত্ব পালন করা। সে যে দলই করুক না কেন।’

এসময় স্থানীয় ব্যবসায়ীরা ওই উশৃঙ্খল যুবকদের নিবৃত করার চেষ্টা করলে ব্যবসায়ীদের উপরও চড়াও হওয়ার চেষ্টা করেন তারা। পরে আমেরিকা প্রবাসী সাবেক যুবলীগ নেতা মিঠু তাদের বুঝিয়ে সড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তার উপর ক্ষিপ্ত হয়ে পড়েন অজ্ঞাত বিএনপির সমর্থকরা। তবে উশৃঙ্খল যুবকরা কেউই জ্যাকসন হাইটসের বাসিন্দা না বলে স্থানীয়রা জানিয়েছেন।

তারা জানান, যে ভিডিও ছড়ানো বা প্রচার করা হচ্ছে সেগুলো এডিট করে ছড়ানো হচ্ছে। মূলত মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন শ্লোগান দেয়াতেই শামীম ওসমান ঐ উশৃঙ্খল যুবকদের সামনে গিয়েছিলেন। তা না হলে তারা শামীম ওসমানের সামনে আসতে বা কথা বলারই সাহস করতো না। এমনিক তাদেরকে সেখানে আগে কেউ দেখিনি কখনও । শামীম ওসমান সেখানে আসবেন এখবর আগে থেকেই জানতে পেরে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সেখানকার স্থানীয় সূত্র জানিয়েছেন, ঐ যুবকরা সেখানে থাকনে না, তাদেরকে সনাক্ত করার চেষ্টা করছে নিউইয়র্ক পুলিশ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ২:৪২)
  • ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL