বিএনপির যে কোন ধংসাত্মক কর্মসূচী আগামী দিনে যুবলীগ রুখে দিয়ে এর কঠিন জবাব দিবে সাফ জানিয়ে দিয়েছেন শহর কমিটির সভাপতি শাহাদাত হোসেন সাজনু।
২৯ জুলাই শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সাজনু এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকালে শিমরাইলে কর্মসূচী পালনের সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীরা একাধিক বাসে অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলা করে গাড়ি ভাঙচুর চালায়।
খবর পেয়ে নেতাকর্মীদের নিয়ে তাৎক্ষনিক সেখানে ছুটে যান শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু সহ অন্যরা। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে মহড়া দেয় ও সড়ক মহাসড়কে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহ নানা ধরনের স্লোগান দেন।
সাজনু বলেন, ‘বিএনপি এসব কথিত অবস্থান কর্মসূচীর নামে জনস্বার্থ ব্যাঘাত ঘটিয়ে গাড়ি ভাঙচুর, পুলিশের উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। যুবলীগের নেতাকর্মীরা সেটা কখনই হতে দিবে না। নারায়ণগঞ্জকে কোনভাবেই অশান্ত হতে দেওয়া হবে না। বিএনপিকে প্রতিহত করে আমার বার বার প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে ও থাকবে। আমাদের নেতা শামীম ওসমানের নেতৃত্বে এ জেলায় যুবলীগ সব সময়ে সোচ্চার থাকবে এবং আগামীতে যদি বিএনপি ফের কোন অপতৎপরতা চালায় তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে।’
ওই সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চাঁন, শহর যুবলীগের সহ সভাপতি শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, কুতুবপুরের যুবলীগ নেতা সেলিম রেজা , জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল প্রধান, ছাত্রলীগ নেতা আহমেদ কাউসার প্রমুখ।