ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব কেটে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে। কিন্তুু নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বাস ভবন সংলগ্ন রোডে বড় একটি বৈদ্যুতিক তারের খুটি ছিড়ে অত্যান্ত ঝুকিপূর্ণ ভাবে পরে খাকলেও এ বিষয়ে কোন ধরনের ব্যাবস্থা গ্রহন করতে দেখা যায়নি নারায়ণগঞ্জ ডিপিডিসির। আর এ কারনেই রাস্তায় চলাচলরত পথচারী থেকে শুরু করে বিভিন্ন যান বাহন গুলো অত্যান্ত ঝুকি নিয়ে চলাচল করছে। যে তোন মুহুর্তে ঘটে যেতে পারে বয়াবহ দূর্ঘটনা।
রবিবার (৯ জুন) দুপুরে সরেজমিন ঘুরে এমনই দৃশ্য দেখতে পাওয়া গেছে।
এ বিষয়ে ওই রাস্থায় চলাচলরত সাধারন পথচারীরা তাদের ক্ষোভ প্রকাশ করে জানান, ঘূর্ণিঝড় রেমাল হয়ে গেছে দু সপ্তাহ এর বেশী সময় পেরিয়ে গেলেও এখনো রাস্তায় উপড় পরে থাকা গাছ গুলোার কোন ব্যাবস্থা নিচ্ছে না নারায়ণগঞ্জ ডিপিডিসি কতৃপক্ষ। এভাবে যদি গাছ যদি রাস্তার উপর পরে থাকে তাহলে রাস্তায় চলাচলরত মানুষ এবং বিভিন্ন যান-বাহনগুলোর উপড় ভয়াবহ দূর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি মানুষের মৃত্যুও হতে পারে। যতদ্রুত সম্ভব রাস্তায় পড়ে থাকা গাছগুলোর অপসারন অতি জরুরী বলে মনে করি।
এ বিষয়ে জানতে ঢাকা পাওয়ার ড্রিসটি ভিশন (ডিপিডিসির) নারায়ণগঞ্জ (পশ্চিম) এর প্রকোশৌলি মো: আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।