1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নগরীতে সাধারন ক্রেতাদেরকে জিম্মি করে চড়া দামে বিক্রি হচ্ছে ফল! - নারায়ণগঞ্জ আপডেট
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বিকেএমইএ‘র ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার সাদপন্থি সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশে আগুন জ্বলবে – মাওলানা আব্দুল আউয়াল জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নগরীতে সাধারন ক্রেতাদেরকে জিম্মি করে চড়া দামে বিক্রি হচ্ছে ফল!

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫২ Time View

নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ নগরীর ২নং রেল গেইট সংলগ্ন (পুলিশ বক্্র) এলাকার রেল লাইনের দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠেছে বাহারি রমমের ফলের দোকান। ইতিমধ্যে নারায়ণগঞ্জে ডাবল রেল লাইনের কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। রেলওয়ে কর্তৃপক্ষ রেল লাইনের দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও বিশেষ করে ফল ব্যবসায়ীরা অনেকটা ডেম কেয়ার মনে করে তাদের ব্যবসা পরচিালনা করে আসছেন। এসব অবৈধ ফল ব্যবসায়ীরা সাধারন ক্রেতাদেরকে জিম্মি করে চড়া দামে বিভিন্ন ধরনের ফল বিক্রি করে। শুধু তাই নয়, সাধারন ক্রেতারা ফলে দাম চড়া শুনে কিনতে না চাইলে তাদেরকে জবাবদিহি করে তারপর যেতে হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) দুপুরে সরেজমিন ঘুরে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন এলাকায় গিয়ে এমনই তথ্য জানান ফল কিনতে আসা সাধারন ক্রেতারা।
নারায়ণগঞ্জ নগরীর ফলের দোকান গুলিতে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা, প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা, স্টবেরী ৮০০ থেকে ১০০০ টাকা, কমলা ১৫০ থেকে ২০০ টাকা, আঙ্গুর ২০০ থেকে ২৫০ টাকা, সবরি কলা ৪০ টাকা হালি, সাগর কলা ৪০ থেকে ৫০ টাকা হালিতে বিক্রি করা হচ্ছে।
নাম প্রকাশ না করে একজন সাধারন ফল ক্রেতা জানান, এখানে যারা ফল বিক্রি করছেন তাদের কাছ থেকে ফলের দাম জানতে চাইলে সেই ফল কিনতে হবে। আর তা না হলে অপমান অপদস্ত হতে হয়। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে ফল কিনা তো দুরে থাক, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রাদি কিনাও তাদের পক্ষে সম্ভবপর হয়ে উঠে না। এসব ফল বিক্রেতারা সাধারন ক্রেতাদের কাছ থেকে যে কোন ধরনের ফলের দাম (প্রতিদিনের) সব পণ্যের দাম বেড়েছে এই অজুহাতে একেক দিন একেক ধরনের দামে ফল বিক্রি করছে।
তারা আরো জানায়, এসব ফল ব্যবসায়ীরা যে যার ইচ্ছেমত করে ফলের দাম বাড়াচ্ছেন। যা কিনা সাধারন মানুষের জন্য খুবই কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে তারা নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন আইনের দায়িত্বরত কর্মকর্তাদের আশ হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১০:২৯)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL