বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা বলেছেন, আপনাদের শ্রমিক কল্যাণ সমিতি আরো জোরালো ভাবে ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা বিএনপি ড্রাইভার ছিল তাদের কিন্তু গাড়ি চালাতে দেওয়া হয়নি, তাদের অপরাধ তারা বিএনপি করে এখন আমরা কিন্তু তাদের মতো হতে চাই না। কেউ যাতে বলতে না পাবে বিএনপির আমলে কোন ড্রাইভার বিএনপি হাতে নির্যাতিত হয়েছে, সবাই কাঁধে কাঁধ মিলে এক সাথে কাজ করবেন যেন সবাই কল্যাণ বয়ে আনে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জন্য যারা বাবা মায়ের কথা চিন্তা করে শুধু মানচিত্রের ও স্বাধীন ভুখন্ডের জন্য সেদিন তারা যুদ্ধ করেছে। তাদের প্রতি সম্মান রাখতে হবে, আমরা যদি জাতী হিসেবে এটাই যদি অকৃতজ্ঞ হয়ে যাই মুক্তিযোদ্ধাদের প্রতি যদি কৃতজ্ঞতা না থাকে তাহলে এই কিন্তু ঠিকবে না। কারণ আমরা যার আদর্শে রাজনীতি করি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সেই সাথে নতুন প্রজন্মে যাদের আমরা মুক্তিযোদ্ধা বলি তাদের প্রতিও আমাদের সম্মান রাখতে হবে।
দোয়া ও মিলাদ মাহফিলে বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতির সভাপতি পাপ্পু আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতির উপদেষ্টা রাকিব হাসান রাজ, মালিক সমিতির সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন ডালিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক কল্যান বহুমূখী সমবায় সমিতির উপদেষ্টা অজিত দাস, মাসুদ রানা রনি, হাসান সামিউজ্জামান সৈকত, দুলাল, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর মৃধা, সহ সভাপতি রিপন, রানা, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার মোল্লা, সহ সাধারণ সম্পাদক মোঃ জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক চায়না করিব, দপ্তর সম্পাদক মোঃ সুমন প্রমূখ।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী।