1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নবীগঞ্জ গালর্স স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে সহকারি শিক্ষকের বেতন-ভাতা আটকে রাখার অভিযোগ - নারায়ণগঞ্জ আপডেট
সোমবার, ০৫ মে ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট

নবীগঞ্জ গালর্স স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে সহকারি শিক্ষকের বেতন-ভাতা আটকে রাখার অভিযোগ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে বন্দরে নবীগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমের বিরুদ্ধে সহকারী শিক্ষকের বেতন বন্ধ করে রাখাসহ নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। গণিতের সহকারী শিক্ষক উম্মে সালমা অভিযোগ করে বলেন, ‘‘আমাকে অধ্যক্ষ চার বছরের বেতন, বাতা বন্ধ করে রেখেছে।’’ ডিজি মহোদয় থেকে সহকারি পরিচালক মাধ্যমিক ২ আমার সরকারি বকেয়া বেতন ভাতাদি দেওয়ার নির্দেশনা দেন। ম্যানেজিং কমিটি দিতে চাইলেও প্রধান শিক্ষিকা না দেওয়ার জন্য বিভিন্ন রকম তালবাহানা করছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সহকারি গণিত শিক্ষক উম্মে সালমা।
অভিযোগে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক (গণিত) উম্মে সালমার নভেম্বর ২০১৯ হতে জুন ২০২১ এবং মার্চ ২০২২ মাসসহ সরকারি বেতন, ঈদুল ফিতর ও ঈদুল আযহার ভাতা, বৈশাখী ভাতাসহ বকেয়া ৪,২৯,৯৬০/-(চার লক্ষ উনিত্রিশ হাজার নয়শত ষাট টাকা) প্রাপ্তির জন্য জেলা প্রশাসকের কাছে বকেয়া সামারীসহ দাখিলকৃত কাগজপত্র এ অধিদপ্তরে অগ্রায়ন করেছেন। বিষয়টি প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে হওয়ায় তার সম্পূর্ণ দ্বায়ভার বিদ্যালয় কর্তৃপক্ষের। দাবীকৃত বকেয়া বেতন-ভাতাদি এমপিও নীতিমালা-২০২১ এর বিধি ১৮.৫ অনুযায়ী প্রতিষ্ঠান প্রদান করবে।
নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক (গণিত) উম্মে সালমা এর নভেম্বর ২০১৯ হতে জুন ২০২১ এবং মার্চ ২০২২ মাসসহ সরকারি বেতন, ঈদুল ফিতর ও ঈদুল আযহার ভাতা, বৈশাখী ভাতাসহ ৪,২৯,৯৬০/- (চার লক্ষ উনিত্রিশ হাজার নয়শত ষাট টাকা) এর দাবীকৃত বকেয়া বেতন-ভাতাদি এমপিও নীতিমালা-২০২১ এর বিধি ১৮.৫ অনুযায়ী নিষ্পত্তি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন।
এ বিষয়ে গণিতের সহকারী শিক্ষক উম্মে সালমা বলেন, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আমার বকেয়া সরকারি বেতন ভাতাদি ৪ লক্ষ ২৯ হাজার ৯৬০ টাকা এবং ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইনক্রিমেন্ট সহ প্রাতিষ্ঠানিক বকেয়া বেতন বাতাদি প্রায় ৮লক্ষ টাকা প্রধান শিক্ষিকা আমাকে দিচ্ছেন না। ২০২২ সাল থেকে আমি উচ্চতার স্কেল প্রাপ্ত হই প্রধান শিক্ষিকা সে ব্যাপারেও কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না চার বছর যাবত আমি উচ্চতার স্কেল থেকে বঞ্চিত হচ্ছি । ২০২২ সালে প্রধান শিক্ষিকা আমার নিয়োগ কালীন কাগজপত্র জালিয়াতি করে ফফ অফিসে ভুল তথ্য প্রেরণ করে আমার এমপিও কপিতে ফবংরমহধঃরড়হ ংঃধঃঁংএ রেগুলার এর পরিবর্তে সেকশনাল করে নিয়ে আসেন। ১৪/৫/২০১৪ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রধান শিক্ষককে আমার সরকারি বকেয়া বেতন ভাতাবি উচ্চতর স্কেল এবং জালিয়াতি কাগজপত্র সংশোধন করে আমাকে সেকশনাল এর পরিবর্তে রেগুলার করার জন্য নির্দেশ প্রদান করা হলেও অদ্যবধি প্রধান শিক্ষক কোন ব্যবস্থা গ্রহণ করেননি। পুনরায় ১৫ /৪/ ২০২৫ তারিখ ডিজি মহোদয় থেকে সহকারি পরিচালক মাধ্যমিক ২ আমার সরকারি বকেয়া বেতন ভাতাদি দেওয়ার নির্দেশনা দেন। ম্যানেজিং কমিটি দিতে চাইলেও প্রধান শিক্ষিকা না দেওয়ার জন্য বিভিন্ন রকম তালবাহানা করছেন।
এ বিষয়ে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাউযূম জানান, কোন শিক্ষকের বেতন প্রধান শিক্ষক আটকে রাখতে পারবেনা। মুছাপুর সামছুজ্জোহা স্কুলে এমন একটি ঘটনা ছিল। মামলা করার পরে স্কুলের সভাপতি মাকসুদ ওই শিক্ষককে ১০ লক্ষ টাকা দিয়ে দিয়েছে। নবীগঞ্জ গালর্স স্কুলে এডহক কমিটি আছে সভাপতি টাকা দিয়ে দিতে পারে, সেখানে তো প্রধান শিক্ষিকা কিছু করতে পারবে না।
এ বিষয়ে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন কল করলেও তিনি ফোন রিসিভ করেনি।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ৯:২৫)
  • ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL