নিজস্ব প্রতিবেদক: খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে রিফাইন ছাড়া ভোজ্য তেল বোতল জাত করণের অভিযোগ উঠেছে খাদিজা ফুড প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের পাঠাননগর এলাকায় অবস্থিত আবদুল মতিনের মালিকানা প্রতিষ্ঠান খাদিজা ফুড প্রোডাক্টসে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায়, কর্মরতদের মাঝে কোন রকম সুরক্ষা পোশাক ছাড়াই বোতলের লেভেল লাগানো হচ্ছে। অপরদিকে তার পাশেই খোলা ড্রাম থেকে খোলা তৈল নামিয়ে তা সিটিজেন ফর্টি ফাইড নামে বাজারজাত করা হচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে।
এছাড়া নোংরা পরিবেশে ভোজ্য তেল বোতল জাত করায় সাধারণ মানুষের মাঝে নানা রোগ-ব্যাধী ছড়িয়ে পড়ার শংকা রয়েছে। তাছাড়া কোন ধরনের অগ্নি প্রতিরোধের ব্যবস্থাও সেখানে দেখা যায়নি।
এদিকে তথ্যমতে, তেলের কারখানা (ফ্যাক্টরি) স্থাপনের জন্য বেশ কয়েকটি অনুমোদন এবং লাইসেন্স প্রয়োজন। সাধারণত, এই অনুমোদনগুলি বিস্ফোরক পরিদপ্তর, বিএসটিআই (BSTI), পরিবেশ অধিদপ্তর, এবং স্থানীয় সরকার সংস্থা থেকে নিতে হয়। এছাড়া, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, এবং অন্যান্য প্রাসঙ্গিক লাইসেন্স প্রয়োজন হয়। কিন্তু এই ফ্যাক্টরিতে গিয়ে তাদের পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের তেমন কোন কাগজ তারা দেখাতে পারেনি।
এ বিষয়ে কোম্পানির পরিচালক সাদ্দাম জানান, আমাদের কিছু কাগজ পত্র করতে দিছি যা এখনো হাতে পাই নাই।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তামশিদ ইরাম খান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, খোঁজ নিয়ে জানা যায়, সিটি নাম সংযুক্ত থাকায় নাম নিয়ে বাংলাদেশের বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রুপের সাথে আদালতে তাদের একটি মামলা চলমান রয়েছে। যা অকপটে খাদিজা ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী সাদ্দাম নিজে শিকার করেন।