বন্দর প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে বন্দরে মাগরিব নামাজ পড়ে ফেরার পথে রুবেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ শিপন মাহমুদ ও তেল ডালিম বাহিনী।
শুক্রবার (১৮ অক্টোবর) কলাগাছিয়া ইউনিয়নের চর ধরেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়গণঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
আহত রুবেল চর ধলেশ্বরী এলাকার শহীদুল ইসলাম বাচ্চুর ভাই। এই ঘটনায় ডাকাত শিপন মাহমুদ ও তেল ডালিমসহ ৪/৫ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে রাতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেন আহতের বড় ভাই শহীদুল ইসলাম বাচ্চু।
আহতের পরিবার জানায়, কিছুদিন পূর্বে শীতলক্ষ্যা নদী থেকে শিপন মাহমুদ ও তেল ডালিম জাহাজ থেকে তেল ডাকাতি করে। মিডিয়াতে প্রচার করা হলে রুবেল তার আইডি থেকে ফেইসবুকে শেয়ার করলে তার উপর ক্ষিপ্ত হয়ে কয়েকদিন যাবৎ হুমকি দিয়ে যায় এবং পোস্ট ডিলেট করতে বলে। এরই জের ধরে মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে চর ধলেশ্বরী এলাকায় আগে থেকে ওত পেতে থাকা শিপন মাহমুদ, তেল ডালিম সহ আরও ৪/৫জন তার ওপর অতর্কিত হামলা করে। এ সময়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রুবেলকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তী সময়ে রুবেলের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর পূনরায় শিপন মাহমুদ ও তেল ডালিম দেশীয় অস্ত্রস্ত্র নিয়ে আমাদের বাড়ী ঘর চাপাতি, রাম দা দিয়ে কুপিয়ে খুনের হুমকি দিয়ে যায় ও শিপন মাহমুদ ওরফে ডাকাত শিপন ৫ লক্ষ টাকা চাদা দাবী করে যদি রুবেল এর পরিবার এলাকাতে থাকতে হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়গণঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।